বল কাকে বলে?|বলের প্রকারভেদ ও বিস্তারিত
বল কাকে বলে?|বলের প্রকারভেদ ও বিস্তারিত |
বল কাকে বলে?
উত্তরঃ যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।
বল প্রধানত কত প্রকার ও কী কী?
উত্তরঃ বল প্রধানত ২ প্রকার।
যথাঃ
- স্পর্শ বল।
- অস্পর্শ বল।
স্পর্শ বল কাকে বলে?
উত্তরঃ যে বল কোন বস্তুতে স্পর্শ করে প্রয়োগ করতে হয় তাকে স্পর্শ বল বলে।
অস্পর্শ বল কাকে বলে?
উত্তরঃ বল কোন বস্তুতে স্পর্শ ছাড়াই প্রযুক্ত হয় তাকে অস্পর্শ বল বলে।
মৌলিক বল কাকে বলে?
উত্তরঃ যে বলকে বিশ্লেষণ করলে ঐ বল ব্যতীত অন্য বল পাওয়া যায় না তাকে মৌলিক বল বলে।
মৌলিক বল কত প্রকার ও কি কি?
উত্তরঃ মৌলিক বল চার প্রকার।
যথাঃ
- মহাকর্ষ বল।
- তড়িৎ চৌম্বক বল।
- সবল নিউক্লিয় বল।
- দুর্বল নিউক্লিয় বল।
মহাকর্ষ বল কাকে বলে?
উত্তরঃ এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এ আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। মৌলিক বল গুলোর মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল।
তড়িৎ চৌম্বক বল কাকে বলে?
উত্তরঃ কোন তার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আবার বদ্ধ কুন্ডলীতে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। ইহাকেই বলে তড়িৎ চৌম্বক বল। মহাকর্ষ বল অপেক্ষা শক্তিশালী।
সবল নিউক্লিয় বল কাকে বলে?
উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াসের ধনাত্মক সবগুলো কনা অর্থাৎ প্রোটন একসাথে অবস্থান করে। ফলে এরা পরস্পরকে বিকর্ষণ করে। আবার মহাকর্ষ বলের জন্য এরা পরস্পরকে আকর্ষণও করে। বিকর্ষণ বল মহাকর্ষ আকর্ষণ বল অপেক্ষা অনেক বড়। তাতে নিউক্লিয়াসটি ভেঙে যাওয়ার কথা। কিন্তু সাধারণত নিউক্লিয়াসটি ভাঙ্গে না। অর্থাৎ তৃতীয় একটি বল নিউক্লিয়াসটিকে ধরে রাখে। আর এই বলকেই সবল নিউক্লিয় বল বলে। মৌলিক বলগুলোর মধ্যে এ বল সবচেয়ে শক্তিশালী।
দুর্বল নিউক্লিয় বল কাকে বলে?
উত্তরঃ যে সমস্ত নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা ৮২ এর অধিক থাকে সেই নিউক্লিয়াসে প্রোটন গুলোর পারস্পারিক বিকর্ষণ বলকে সবল নিউক্লিয় বল প্রতিহত করতে পারে না। যার ফলে নিউক্লিয়াস ভেঙে যায়। আর যে বলের জন্য নিউক্লিয়াস ভেঙে যায় তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। এবল এ বলের জন্যই নিউক্লিয়াস থেকে আলফা,বিটা ও গামা রশ্মি নির্গত হয়।
বেশি শক্তিশালী কম শক্তিশালী বলের ক্রম
সবল নিউক্লিয় বল > তড়িৎ চৌম্বক বল > দুর্বল নিউক্লিয় বল > মহাকর্ষ বল
সাম্য বল কাকে বলে?
উত্তরঃ কোন বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে বল গুলোর যোগফল শূন্য হলে বস্তুর সাম্য অবস্থায় থাকবে। তখন বলের এই লব্ধিকে সাম্য বল বলে।
কোন বস্তুর উপর সাম্য বল প্রযুক্ত হলে বস্তুতে ত্বরণ সৃষ্টি হয় না।
অসাম্য বল কাকে বলে?
উত্তরঃ কোন বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে বলগুলোর যোগফল শূন্য না হলে বস্তুর সাম্য অবস্থায় থাকবে না। তখন বলের এই লব্ধিকে অসাম্য বল বলে।
অসাম্য বল বস্তুর উপর প্রযুক্ত হলে বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়।
বিঃদ্রঃ আশা করি তোমার পোস্টটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে নিচে কমেন্ট করে জানিয়ে দাও তোমার মূল্যবান মন্তব্য। ধন্যবাদ। আসসালামুয়ালাইকুম। ভালো থেকো, নামাজ পড়, অন্যকে নামাজের দাওয়াত দাও।
good news