onurag.com https://www.onurag.com/2021/10/computer.html

কম্পিউটার অনুচ্ছেদ

কম্পিউটার অনুচ্ছেদ।

কম্পিউটার অনুচ্ছেদ

'Computer' শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। কম্পিউট (Compute) শব্দ থেকে Computer কথাটির উৎপত্তি। Computer শব্দের অর্থ গণনাকারী। অর্থাৎ কম্পিউটার শব্দের আভিধানিক অর্থ গণনাকারী যন্ত্র। কম্পিউটার এমন একটি যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ এবং উপস্থাপন করে। কম্পিউটার বর্তমান প্রযুক্তির আধুনিকতম সংযােজন। কম্পিউটার হঠাৎ করে আবিষ্কৃত হয়নি। এর পেছনে রয়েছে বহুকালের বহু মানুষের অবদান। তবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। আর আধুনিক কম্পিউটারের জনক হলেন জন ভন নিউম্যান। গঠন এবং ক্রিয়ানীতির ওপর ভিত্তি করে কম্পিউটারকে তিনভাগে ভাগ করা যায়। যথা- ১. এনালগ; ২. হাইব্রিড; ৩. ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার আবার চার প্রকার। যথা—সুপার, মেইনফ্রেম, মিনিফ্রেম এবং মাইক্রো কম্পিউটার। বর্তমান সময়ে মাইক্রো কম্পিউটারেরও বিভিন্ন ভার্সন বাজারে এসেছে। যেমনঃ ডেস্কটপ, ল্যাপটপ, নােটবুক, টাবলেট পিসি প্রভৃতি। একটি কম্পিউটারে অনেক যন্ত্রাংশ থাকলেও এর গঠনরীতির প্রধান দুটি ধাপ পরিলক্ষিত হয়। একটি সফটওয়্যার অন্যটি হার্ডওয়্যার। কম্পিউটারের মাধ্যমে দূর অনুধাবন (Remote Sensing) অর্থাৎ উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডল অবলােকন সম্ভব হচ্ছে। আমরা পৃথিবীতে অবস্থান করেই যেমন মহাকাশের খবরাখবর, চিত্র ও অন্যান্য তথ্য পাচ্ছি, তেমনি মহাকাশ থেকেও পৃথিবীকে অবলােকন সম্ভব হচ্ছে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে। তাছাড়া ডিজিটাল ইন্টারফেস সংবলিত ইলেকট্রনিক যন্ত্রাংশ (যেমন; ঘড়ি, মাইক্রোওয়েভ, ভিসিআর, কার প্রভৃতি); সেল ফোন, এয়ার কন্ডিশনার (AC), প্রিন্টার, থার্মোস্ট্যাট ভিডিও গেম, ব্যাংকিং কার্যক্রমে ব্যবহৃত ATM (Automated Teller Machine) প্রভৃতিতে এম্বেডেড কম্পিউটার সিস্টেমের ব্যাপক ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে। এছাড়া রােবটিকস টেকনােলজিতেও কম্পিউটার ব্যবহার হচ্ছে। তাই কম্পিউটার আধুনিক সভ্যতার এক অপরিহার্য অঙ্গ।

অন্যদের সাথে শেয়ার করুন

1 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

  1. অত‍্যন্ত ছোট হয়ে গেছে স‍্যার আরেকটু বাড়িয়ে দিলে ভালো হতো

    ReplyDelete

নটিফিকেশন ও নোটিশ এরিয়া