জড়তা কাকে বলে?

 জড়তা কাকে বলে? | জড়তা কত প্রকার ও কী কী? | গতি জড়তা কাকে বলে?  | স্থিতি জড়তা কাকে বলে? | জড়তার উদাহরণ।

জড়তা কাকে বলে?

জড়তাঃ স্থির বস্তুর আজীবণ স্থির এবং গতিশীল বস্তু যেমন গতিতে আছে তেমন গতিতে চিরকাল থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে।
জড়তা ২ প্রকার।
  • গতি জড়তা।
  • স্থিতি জড়তা।
গতি জড়তাঃ কোন গতিশীল বস্তুর আজীবণ গতিতে থাকতে চাওয়ার প্রবণতাকেই গতি জড়তা বলে।
যেমনঃ চলন্ত বাস থেমে পড়লে যাত্রীরা সামনের দিকে হেলে পরে।
স্থিতি জড়তাঃ কোন স্থিতিশীল বস্তুর আজীবণ স্থিতিতে থাকতে চাওয়ার প্রবণতাকেই স্থিতি জড়তা বলে।
যেমনঃ থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীদের পেছনের দিকে হেলে পরা।
জড়তার উদাহরণঃ চলন্ত বাস থেমে পড়লে যাত্রীরা সামনের দিকে হেলে পরা, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীদের পেছনের দিকে হেলে পরা, গ্লাসের উপর কার্ডবোর্ড এবং এর উপর ধাতবমুদ্রা রেখে কার্ডবোর্ডকে টোকা দেওয়া ইত্যাদি।
পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন
comment url